Subscribe Us

Header Ads

BENGALI POEM | পৃথিবী আবার শান্ত হবে |



BENGALI POEM | পৃথিবী আবার শান্ত হবে |


 " পৃথিবী আবার শান্ত হবে "


                  সনাতন কুণ্ডু 



সকাল হলেই সূর্যোদয়- সোনালী সকাল
কিন্তু মনের সকাল হচ্ছে কই?
সকাল হলেই টি ভি' পর্দায় চোখের সামনে দৃশ্যমান
" লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা 
অব্যাহত করোনার জেরে বিশ্বে মত্যুমিছিল"
হয়তো অচিরেই আমাদের দেশ দেখবে
চীন,ইতালি,স্পেন,ফ্রান্স,আমেরিকা,ব্রিটেনের মতো
মৃত্যুর মহামিছিল- স্বজন হারানোর করুন আর্তনাদ
বিশ্ব আজ বিশ্বব্রহ্মাণ্ডের মাঝসমুদ্রে ডুবতে থাকা টাইটানিক।
অন্তর্দৃষ্টিতে দেখতে পাচ্ছি---
জারি হয়ে গেছে নিজ মৃত্যুর পরোয়ানা।
একরাশ হতাশা হাতে নিয়ে শুধু 
নীরবে বসে মৃত্যুর প্রহর গোনা
শিহরিত হয় সারা শরীর মৃত্যুভয়ে ।।
See More.................

BENGALI POEM | পৃথিবী আবার শান্ত হবে | VIDEO PART 02

                 




Post a Comment

0 Comments