Subscribe Us

Header Ads

Teacher's Day poem / শিক্ষক দিবসে কবিতা " শিক্ষক " / Shikkok Dibos Kobita / Freelancer Basu / আবৃতি

 

Teacher's Day poem / শিক্ষক দিবসে কবিতা " শিক্ষক " / Shikkok Dibos Kobita / Freelancer Basu / আবৃতি



শিক্ষক মানে নয়তো শুধু -- এম এ বি এড ডিগ্রিধারী

ব্যাঙ্কে পড়া জমা নিয়মিত -- মোটা টাকা মাসকাবারী ।

শিক্ষক মানে নয়তো শুধু -- লোকসমাজে উঁচু মাথা

রইবে সবাই পায়ের নিচে --নয় মুখে অন্তরের কথা।।


শিক্ষক মানে নয়তো শুধু -- দশটা পাঁচটা ডিউটি করা

গৌড়ী সেনের অর্থ ভেঙ্গে -- লাক্সারিতে জীবন গড়া।

শিক্ষক মানে নয়তো শুধু -- যত জ্ঞানের বুলি ছড়ানো

বোঝদার এড়িয়ে অবুঝের থেকে -- প্রশংসা কুড়ানো।।


শিক্ষক মানে নয়তো শুধু বেকারত্বের অবসান 

সমাজের বুকে উঠা যেন --  এক ধাপ জাত কুল মান।

শিক্ষক মানে নয়তো শুধু -- ছড়িতে শিষ্য শাসন

বুঝুক বা না বুঝুক তবু দেবে -- কত কর্তব্যের ভাষণ।।


শিক্ষক মানে নয়তো শুধু -- জেনো পেশার অহংকার 

পরিবারে সবথেকে সে দামি -- মূল্যবান অলংকার ।

শিক্ষক মানে নয়তো শুধু -- যত ছায়াদান বৈশাখে

আদর্শবান শিক্ষক হয় -- কেবল দু চারটে লাখে।।


To continue





Post a Comment

0 Comments