Subscribe Us

Header Ads

বেঁচে থাক মৃত্যুভয় / ENVIRONMENTAL IMPACT of HUMAN

বেঁচে থাক মৃত্যুভয় 



                " বেঁচে থাক মৃত্যুভয় "


                       সনাতন কুণ্ডু 

নিস্তব্ধতা,বিশুদ্ধ আকাশের বুক চিরে ভেসে আসে
বিধাতার সতর্কবাণী মানবজাতির তরে ----













" পৃথিবী দেখছে অপলক দৃষ্টিতে মানব মৃত্যুমিছিল।
স্তব্ধ গোটা বিশ্ব, থেমে গেছে অহংকারের বিজয়রথ














আমিও চাই না এই বিয়োগান্তের করুন স্বর,
কিন্তু, অন্তর হতে চাই থাকুক মৃত্যুভয়"
মৃত্যু যন্ত্রনা দেওয়ার কষ্টটা বেঁচে থাকুক মানব সমাজে
অহংকারী মানবসমাজের ধ্বংসাত্মক কর্মকাণ্ড
সমাজেরই বুকে ফিরে এসেছে ব্যুমেরাং হয়ে।।

আত্মসুখ অর্জনে ব্যস্ত ছিলে তুমি বৃক্ষচ্ছেদনে,
পাওনি শুনতে সেদিন নির্বাক বৃক্ষের ক্রন্দন














অর্থলোভে অগ্নিসংযোগে ভস্মীভূত করেছিলে
আমাজন,অস্ট্রেলিয়ার হৃৎপিণ্ড
পুড়িয়ে মেরেছো অবলা জীবকুল ,
শুনতে পাওনি সেদিন তাদের প্রাণভিক্ষার 
করুন আর্তনাদ।।





তোমার নিষ্ঠুর বিশ্বজয়ের আগ্রাসনী থাবা,
কেড়ে নিয়েছে প্রকৃতির সৌন্দর্যতার হাসি,
তব অগনিত শিল্প-কলকারখানার নির্যাসিত বিষ,


ভেঙ্গে চুরমার করে দিয়েছে বিশুদ্ধতার রাজপ্রাসাদ।
হরন করেছো বিহঙ্গের সুমিষ্ট কলতান।
নীড়হারা পক্ষীরা আজ বড়ো অসহায়
তোমার অপরাধের মাত্রা বাড়িয়ে দিয়েছে 
ওদের অসহায়ত্ব।।

তোমার ছুটন্ত বিজয়রথের চাকা ,
উড়িয়েছে বিষাক্ত ধুলিরাশি
ঢেকে দিয়েছে নির্মল আকাশ দূষণের ঘনমেঘে।
ওই ঘনীভূত দূষণের বিষ বৃষ্টিতে,
আজ তো স্নাত হতেই হবে তোমাকে
তোমার আনিত বিশ্ব উষ্ণায়ণে,
তোমাকেই পুড়ে হতে হবে ছাই।।

সময় এসেছে তোমার অবগত হওয়ার
এই পৃথিবীতে নয় কেহ অপরাজেয়।
আজ একাকীত্বের আধিপত্যের দিন অবসান


এসেছে সময় তোমার উপলব্ধি করার,
এই বিশ্বে আছে সবার অধিকার বেঁচে থাকার
দূর হোক্ মৃত্যুমিছিলের অমানিশা
হোক্ মানবিকতার জয়,
প্রগতির তরে সবার মঙ্গল কামনায়
বেঁচে থাক মৃত্যুভয় ।।

                       ----------0---------

More Bengali Poem Visit ----  http://everybodyneed.in/



 সনাতন কুণ্ডু মহাশয়   আমাদের সকলকে  এই সুন্দর কবিতাটি উপহার দিয়েছেন ।
আমাদের সকলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও প্রনাম এতো সুন্দর একটি কবিতা আমাদের উপহার দেওয়ার জন্য ।






Post a Comment

0 Comments